ইসকনকে উগ্রবাদী জঙ্গি সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবীতে গতকাল ৩০শে নভেম্বর সকাল ১০টায় গোয়ালন্দ বাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় তৌহিদি জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পৌর জামায়াতের সভাপতি জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদের সঞ্চালনায় মানববন্ধনে রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ আব্দুল আলিম, উজানচর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি আব্দুল আজিজ, দেবগ্রাম ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুল মালেক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দের সহ-সমন্বয়ক সজিব শাহরিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বাংলার মাটিতে প্রকাশ্যে ওই ঘটনার বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে।