ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার কেন্দ্র ভবন নির্মাণ কাজ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-৩০ ১৪:০৪:১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির কেওয়াগ্রামে গত ২৯শে নভেম্বর বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল।

 উদ্বোধনকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ারুজ্জামানের অনুপস্থিতিতে তার পক্ষে তিনি ৪তলা ফাউন্ডেশনের ২তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন বলে উল্লেখ করেন। এর আগে চলতি বছরের ১৩ই এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল।

 গত শুক্রবার বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেওয়াগ্রাম জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ জাফর উল্লাহ।

 এ সময় প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিবুর রহমান হীরা, সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মোঃ রুহুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম, কৃষি বিষয়ক সম্পাদক শাহ মোঃ ফজলুল হক, প্রান্তিক জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য ও নিউজিল্যান্ড প্রবাসী মসলেম উদ্দিন খান, সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য মানিক রহমান ও জাহাঙ্গীর খান, সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিলন, সমাজ সেবা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস.এম ফরিদ আহমেদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ