ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দে নতুন শিক্ষকদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-১২-১১ ১৪:০০:০১

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে গতকাল ১১ই ডিসেম্বর দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম এবং মোঃ আসাদুজ্জামান খান বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলার সভাপতি কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্ডল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন রাসেল, সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা ও মুঞ্জু আরা কাদরী প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানের শুরুতে নবীণ শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা। পরে ২৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রেস্ট ও সনদপত্র তাদের হাতে তুলে দেন অতিথিরা।

 এ সময় বিদায়ী শিক্ষকরা বলেন, যে কোন বিদায় বেদনার, কষ্টের। শিক্ষক এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় আমরা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের প্রতি কৃতজ্ঞ।

 
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ