ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
রাজবাড়ীতে সাংবাদিকতা পেশায় ৫০ বছর পূর্তিতে এম.দেলোয়ার হোসেনকে সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৫ ১৫:০১:১৮

রাজবাড়ীতে সাংবাদিকতা পেশায় ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে সিনিয়র সাংবাদিক এম. দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় শীর্ষ দৈনিক মাতৃকণ্ঠ। 

 এ উপলক্ষে গতকাল ১৫ই জানুয়ারী রাতে রাজবাড়ী শহরের পান্না চত্বরে দৈনিক মাতৃকণ্ঠের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

 দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় রাজবাড়ী প্রেসক্লাবে সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, বর্তমান সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাংবাদিক দেলোয়ার হোসেনের সহধর্মিনী ফাতেমা পারভীন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি শিহাবুর রহমান, সহ-সভাপতি ও ডিবিসির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সাংবাদিক আশিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সহসম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।

 এ সময় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক মাতৃকণ্ঠের রিপোর্টার সুজন বিষ্ণু, রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর বাচ্চু বেগ, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার বিক্রয় প্রতিনিধি দারোগ আলী ও অফিস সহকারী নাজিম আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন তার সাংবাদিকতার ৫০ বছরের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।

 সাংবাদিক সহকর্মীরা তাদের বক্তব্যে এম.দেলোয়ার হোসেনের সঙ্গে পথচলার নানান স্মৃতি ও অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।

 জানা গেছে, ১৯৭৫ সালে মাত্র ২২ বছর বয়সে দৈনিক সংবাদ পত্রিকায় কাজের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন এম. দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি দৈনিক সংবাদ ও বাংলাভিশন টেলিভিশনে রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

 
মাছরাঙা টিভির সাংবাদিক ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
সর্বশেষ সংবাদ