ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দে সমলয়ে রাইস ট্রান্সপ্লাটারের সাহায্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-২৭ ১৪:১১:২০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২০২৪-২৫ অর্থ বছরে সমলয় চাষাবাদের প্রণোদনা কার্যক্রমের আওতায় উফশী জাতের বোরো ধান রাইস ট্রান্সপ্লাটারের সাহায্যে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ২৭শে জানুয়ারী দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে দক্ষিণ চর পাঁচুরিয়া দেবগ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রাসারণের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম রসুল, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামানসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান রোপন করলে প্রতি ঘন্টায় একজন শ্রমিকের মাধ্যমে এক বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ ঘণ্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থ অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ জন শ্রমিক লাগলে খরচ তিনগুণ বেশি হবে। এতে করে সমলয় পদ্ধতিতে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে। উৎপাদনও বেশি হবে। এতে কৃষকেরা লাভবান হবেন।

 জেলা কৃষি সম্প্রাসারণের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, সমলয় চাষাবাদে জমিতে উন্নত বোরো ধানের চারা সিড সোয়িং যন্ত্রের মাধ্যমে ট্রেতে তৈরি করে রাইস ট্রান্সপ্লাটার যন্ত্রের দ্বারা রোপন করা হয়। পরবর্তীতে একই সাথে জমি তৈরি, একই বয়সি চারা রোপন, একই গভীরতা, সমান দূরত্বে, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এতে উৎপাদন খরচ কম হয়, কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এক বিঘা জমিতে মাত্র আধা ঘণ্টায় চারা রোপন করা হয়। বিরুপ আবহাওয়ার কারণে আজ কৃষি হুমকির করে মধ্যে রয়েছে। এসব হুমকি মোকাবেলা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করছি। কৃষিকে আধুনিককরণ ও যান্ত্রিকীকরণ করার জন্য আজকের এই প্রেয়াস।

 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য পুরনে কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদের একটি সময়োপযোগী পদক্ষেপ।

 সমলয় পদ্ধতিতে চাষাবাদের ফলে একদিকে উদ্যোক্তা কৃষক সৃষ্টির পাশাপাশি সনাতনী পদ্ধতির চাষাবাদের চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক সংকট লাঘব হচ্ছে, হ্রাস পাচ্ছে উৎপাদন ব্যয়। লাভবান হচ্ছে কৃষকেরা।

 
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ