ঢাকা শুক্রবার, জুলাই ৪, ২০২৫
দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার মতিন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৫ ১৫:০৭:০৭

রাজবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন। গতকাল ১৫ই ফেব্রুয়ারী রাতে শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১নং সহ-সভাপতি পদে নির্বাচিত খোন্দকার আব্দুল মতিন।  

ইতিপূর্বে তিনি (২০১২ সালের ১৮ই এপ্রিল থেকে গতকাল ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত) ৫বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি প্রেসক্লাবের ২বার সহ-সম্পাদক ও তার পূর্বে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। 

 তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক থাকাকালীন রাজবাড়ী প্রেসক্লাবের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি তার মেধা ও শ্রম দিয়ে সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবকে এগিয়ে নেয়ার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। 

 খোন্দকার আব্দুল মতিন রাজবাড়ীর জনপ্রিয় স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি সাপ্তাহিক সাহসী সময় ও রাজবাড়ী সংবাদের সম্পাদক ও প্রকাশক।

 উল্লেখ্য, রাজবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে আগামী ২বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন ও নিউ নেশনের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম হিরণ।

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুথান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা বিষয়ক সভা
রাজবাড়ীতে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ঋণ বিতরণ বিষয়ক সভা
ফরিদপুরে সন্ত্রাস প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইফা’র আলোচনা সভা
সর্বশেষ সংবাদ