পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী, পাংশা, বালিয়াকান্দি ও মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার ২শত অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
গত ২৮শে ফেব্রুয়ারী দুপুরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নিজ ক্যাম্পাসে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ফাউন্ডেশনের সদস্য মোঃ আমজাদ হোসেন মাস্টার, মোঃ হায়াত আলী মাষ্টার, রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান ও রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ডাঃ মোহাম্মদ গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ২৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা ও ১ কেজি মুড়ি।
খাদ্য সামগ্রী বিতরণ করার আগে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।