ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২৯ ১৬:৩১:১৮

 রাজবাড়ীতে ঝড়ে গাছ ভেঙ্গে রেল লাইনের ওপর পড়ে আটকে যায় ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েন।
 ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা গাছ কেটে সরানোর পর প্রায় এক ঘন্টা বিলম্বে পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে ‘রাজবাড়ী মেইল’ নামে আরও একটি ট্রেন।
 গতকাল ২৯শে এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টায় ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় রেল লাইনের ওপর রেইট্রি গাছ ভেঙ্গে পড়লে ট্রেনটি আটকে যায় ।
 রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মোঃ হুমায়ুন কবীর বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি পাঁচুরিয়া রেলস্টেশন পার হয়ে রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় এলে ঝড়ে রেল লাইনের ওপর একটি বড় রেইট্রি গাছ ভেঙ্গে পড়ে। এ সময় লোকোমাস্টার(ট্রেন চালক) ট্রেন থামিয়ে দেন। পরে রেলের কর্মচারী ও স্থানীয়রা গাছ কেটে সরানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
 রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে ঝড়ে গাছ ভেঙ্গে রেল লাইনের ওপর পড়ে ট্রেনটি আটকে যায়। যে কারণে রেললাইন থেকে গাছ সরানোর পর ৭টা ৫মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছায়। ৭টা ১৫মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
 তিনি বলেন, গাছ ভেঙ্গে রেললাইনে পড়ায় ‘রাজবাড়ী মেইল’ লোকাল ট্রেনটি সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। সন্ধ্যা ৬টা ১০মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ‘রাজবাড়ী মেইল’ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। রেল লাইনে গাছ পড়ার কারণে এ ট্রেনটি এক ঘন্টা বিলম্বে ৭টা ১০মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

 

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
রাজবাড়ী বাজার পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ