ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমিরাতের শারজায় আলোচনা সভানুষ্ঠিত
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-১১-১৩ ১৩:১৭:৫৭
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত শাখার আয়োজনে গত ১২ই নভেম্বর শারজার একটি রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত(ইউএই) শাখার আয়োজনে গত ১২ই নভেম্বর শারজার একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ইউএই যুবলীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফি, অন্যান্যের মধ্যে ইউএই যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, শারজা যুবলীগের সভাপতি এনামুল হক, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল, ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, আজমান যুবলীগের আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্না, খাইমাহ যুবলীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, সানাইয়া যুবলীগের আহ্বায়ক নাছের চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ