ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মাস্ক না পরে বেচাকেনা করায় রাজবাড়ীর মাটিপাড়া বাজারের ৫জন দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৪ ১৪:৪৮:৫১

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ(দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সরকারীভাবে দেশব্যাপী করোনা নিয়ন্ত্রণ সপ্তাহ (২১শে নভেম্বর-২৭শে নভেম্বর) পালনের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২৪শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

  এ সময় মাস্ক না পরে বেচাকেনা করার দায়ে বাজারের ৫জন দোকানীকে বাংলাদেশ দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৫শত টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ