ঢাকা বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
রাজবাড়ীতে ১১দলীয় জোটের আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-০৫ ১৪:১৭:৫২

. রাজবাড়ীতে ১১দলীয় জোটের আলোচনা সভা গতকাল ৫ই জানুয়ারী সন্ধ্যায় শহরের আজাদী ময়দানে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা জামায়াতে ইসলামীর আমীর ও রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আলিমুজ্জামান, সেক্রেটারি হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলার সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, সদর উপজেলা আমীর(ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন, ১১ দলীয় জোটের মুখপাত্র ও রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, এনসিপির প্রতিনিধি জেলা যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব, পলাশ খান আব্দুল্লাহ, বালিয়াকান্দি জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়ার্দার, শ্রমিক ফেডারেশনের নেতা খন্দকার মুনির আজম মুন্নু, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল রুপু, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা দেলোয়ার হোসেন,  মোঃ মোবারক হোসেন, মোঃ আবু সাঈদ, গোয়ালন্দ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবুল হাশেম ও জেলা যুব মজলিসের সভাপতি মোঃ আল আমিনসহ ১১দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় বক্তারা জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে নানা রকম মতামত তুলে ধরেন। তারা বলেন, দেশ ও জাতির সংকটময় মুহূর্তে সকল গণতান্ত্রিক ও ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
 সভায় ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করণীয়, বিভিন্ন উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

রাজবাড়ী শহরের বিনোদপুরে স্বপ্নডানা প্রতিবন্ধী স্কুলের নির্মাণ কাজ উদ্বোধন
রাজবাড়ীর বসন্তপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২জন গ্রেফতার
মোবাইল কোর্টের অভিযানে বেশি দামে রাজবাড়ী বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিকারী তিন দোকানীর জরিমান
সর্বশেষ সংবাদ