ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া বোয়াল বিক্রি হলো ৭৫ হাজার টাকায়
  • আবুল হোসেন
  • ২০২০-১২-২২ ১৩:০৬:৫৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে জেলেদের জালে একের পর এক বড় মাছ ধরা পড়া অব্যাহত রয়েছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২২শে ডিসেম্বর ভোর রাতে দৌলতদিয়ার ৬ নং ফেরী ঘাটের পার্শ্ববর্তী চর মজলিশপুর এলাকায় কালীপদ হলদার নামে এক জেলের ফ্যাশন জালে ২৫ কেজি ২শ’ গ্রাম ওজনের বিশালাকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে। সকালে মাছটিকে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে ২৮ শত টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ মাছটি কিনে নেয়। পরে তারা মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

  গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশ মাছ তেমন ধরা পড়লেও প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এটা মৎস্য সম্পদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগেরই সুফল। 

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ