ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া বোয়াল বিক্রি হলো ৭৫ হাজার টাকায়
  • আবুল হোসেন
  • ২০২০-১২-২২ ১৩:০৬:৫৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে জেলেদের জালে একের পর এক বড় মাছ ধরা পড়া অব্যাহত রয়েছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২২শে ডিসেম্বর ভোর রাতে দৌলতদিয়ার ৬ নং ফেরী ঘাটের পার্শ্ববর্তী চর মজলিশপুর এলাকায় কালীপদ হলদার নামে এক জেলের ফ্যাশন জালে ২৫ কেজি ২শ’ গ্রাম ওজনের বিশালাকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে। সকালে মাছটিকে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে ২৮ শত টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ মাছটি কিনে নেয়। পরে তারা মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

  গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশ মাছ তেমন ধরা পড়লেও প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এটা মৎস্য সম্পদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগেরই সুফল। 

 
পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ