ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
রাজবাড়ীর কালুখালী থানাধীন মহেন্দ্রপুর ক্যাম্প পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-০৩ ১৫:০০:৫৮

রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহেন্দ্রপুর ক্যাম্প পুলিশের অভিযানে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর শেখ(৩৮) গ্রেফতার হয়েছে। 

  গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে এসআই হিরণ কুমার বিশ্বাসের নেতৃত্বে মহেন্দ্রপুর ক্যাম্প পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশে কালুখালী উপজেলাধীন মদাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর শেখ রায়পুর গ্রামের সফিকুল শেখের ছেলে।  

  জানা গেছে, রাজবাড়ী থানায় দায়েরকৃত ২০১৫ সালের একটি মাদক মামলায় গত বছরের (২০২০ সালের) ৫ই আগস্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়ের আদালত তাকে ৬ মাসের জেল দেয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী পুলিশ সুপারের বাণী
 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ