ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে জনগণ যাদেরকে চাইবে তারাই নির্বাচিত হবে---জেলা প্রশাসক দিলসাদ বেগম
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১০ ১৪:৫৮:১৯
গোয়ালন্দ পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ এবং বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, গোয়ালন্দে এমন নির্বাচন হবে-যা এখানকার জনগণ আগে কখনো দেখেনি। জনগণ যাদেরকে চাইবে, ভোট দিবে-তারাই নির্বাচিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।

  জেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারে সে ব্যাপারে আমরা সবসময় নজরদারী রাখবো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন।

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ