রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে জেলার কালুখালী উপজেলার মোহনপুর বাজার এলাকা থেকে ১৫০ সিসির ১টি চোরাই মোটর সাইকেল(রাজবাড়ী-ল-১১-২১৫১)সহ জিল্লু বিশ্বাস(৩০) নামে ১জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী ডিবি’র একটি দল মোহনপুর বাজার এলাকার আবু হোসেনের রাইস মিলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লু বিশ্বাস মোহনপুর গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ডিবি’র পক্ষ থেকে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র এস.আই মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত জিল্লু’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আরো ৭টি মামলা বিচারাধীন রয়েছে।