ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী জেলার আরো ৪০৮ জন করোনার টিকা নিয়েছেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৬ ১৫:১৪:৪২

গতকাল ৬ই মার্চ রাজবাড়ী জেলার আরো ৪০৮ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে ২৪১ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলা। 

  এ নিয়ে রাজবাড়ী জেলার মোট ২২ হাজার ৬০৫ জন করোনার টিকা নিলেন। তাদের মধ্যে ১৩ হাজার ৬৭৬ জন পুরুষ এবং ৮ হাজার ৯২৯ জন মহিলা। 

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাজবাড়ী সদর উপজেলার ৯১ জন পুরুষ ও ৬৯ জন মহিলাসহ মোট ১৬০ জন, পাংশা উপজেলার ৬১ জন পুরুষ ও ৩৯ জন মহিলাসহ মোট ১০০ জন, কালুখালী উপজেলার ৩০ জন পুরুষ ও ২০ জন মহিলাসহ মোট ৫০ জন, বালিয়াকান্দি উপজেলার ৩৭ জন পুরুষ ও ২১ জন মহিলাসহ মোট ৫৮ জন এবং গোয়ালন্দ উপজেলার ২২ জন পুরুষ ও ১৮ জন মহিলাসহ মোট ৪০ জন করোনার টিকা নিয়েছেন। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ৩৬ হাজার করোনার টিকা (প্রথম ডোজ) বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ২২ হাজার ৬০৫ জন করোনার টিকা নিয়েছেন। প্রতিদিন ১ হাজার ৫শত জনকে দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে অনলাইনে নাম রেজিস্ট্রেশনকারীদের মধ্যে টিকা প্রদান করা হচ্ছে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ