রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী এলাকায় গত ৮ই এপ্রিল রাতে থানা পুলিশ অভিযানে চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ ৫জনকে গ্রেফতার করেছে।
পুলিশের অভিযানে নিউকলোনী এলাকার গোলাম আলী বাবুর বসত বাড়ির ছাপড়া ঘরের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঃ বিনোদপুর নতুর পাড়া এলাকার শহিদ মোল্লার ছেলে তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই(৩৫), গোলাম আলীর ছেলে রইচ(৪০), বিনোদপুর নিউকলোনী আজিজ শেখের ছেলে স্বপন শেখ(২৫), বিনোদপুর নতুন মসজিদ এলাকার খোরশেদ আলমের ছেলে গোলাম আলী বাবু(৪৫) ও ধুঞ্চি গ্রামের শান্তি সরকারের ছেলে সুশান্ত।
আসামীদের মধ্যে তৌহিদ মোল্লার বিরুদ্ধে ৮টি, স্বপন শেখের বিরুদ্ধে ৪টি, গোলাম আলী বাবুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে পুলিশ জানান।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হিরণ কুমার বিশ্বাস ও এসআই মাসুদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ২টি গ্যাস লাইট ও ২টি সিগারেটের ফয়েল পেপারসহ পাওয়া যায়। ৬ গ্রাম হেরোইনের বাজার মূল্য ৬০ হাজার টাকা বলে তিনি জানান।
এ ঘটনায় গতকাল ৯ই এপ্রিল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।