ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
র‌্যাবের অভিযানে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের ২জন সদস্য গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-০৪ ১৭:৪৪:২৪
র‌্যাব-৮ বরিশালের অভিযানে গত ৩রা জুন রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের ২জন সদস্য গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ বরিশালের অভিযানে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের ২জন সদস্য গ্রেফতার হয়েছে। 
  গত ৩রা জুন রাত ১০টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের মৃত রতন শিকদারের ছেলে সেন্টু শিকদার(৪৫) এবং একই উপজেলার যাত্রাবাড়ী গ্রামের আঃ রব মোড়লের স্ত্রী নার্গিস বেগম(৪০)। 
  র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চক্রের আরও কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তারা মোটা অংকের টাকার বিনিময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সাগরপথে লিবিয়া হয়ে ইউরোপের দেশগুলোতে মানব পাচার করে আসছে। সম্প্রতি লিবিয়ার মিজদা শহরে পাচারের শিকার ২৬ জন বাংলাদেশী হত্যাকান্ডের শিকার হলে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। গ্রেফতারকৃত ২জন মানব পাচারকারীসহ তাদের দলীয় অন্য সদস্যদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ