ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দির সাঙ্গুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোমিনুদ্দিন মিয়ার দাফন সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৪-৩০ ১৪:৪৬:২০
বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা ঈদগাহ ময়দানে গতকাল ৩০শে এপ্রিল বিকেলে বীর মুক্তিযোদ্ধা মোমিনুদ্দিন মিয়ার মরদেহে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার উপস্থিতিতে জেলা পুলিশের হাউজ গার্ড দল গার্ড অব অনার প্রদান করে -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোমিনুদ্দিন মিয়া(৭৫) আর নেই। 
  হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল ৩০শে এপ্রিল সকাল ১০টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  বিকালে সাঙ্গুরা ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার উপস্থিতিতে জেলা পুলিশের হাউজ গার্ড দল মরদেহকে গার্ড অব অনার প্রদান করে। এ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌসসহ মরহুমের সহযোদ্ধারা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
  পরে সাঙ্গুরা ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। 
  উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোমিনুদ্দিন মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র ও ১কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ