ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ীতে গাঁজা চাষ করে বিক্রিকারী নায়েব আলী পুলিশ কর্তৃক গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০১ ১৬:৫৩:৩১
রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনীনগর গ্রাম থেকে ৬ কেজি ওজনের গাঁজার গাছসহ নায়েব আলী ওরফে গেদা নামে এক মাদক ব্যবসায়ীকে গত ৩০শে এপ্রিল রাতে পুলিশ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর গ্রাম থেকে ৬ কেজি ওজনের গাঁজার গাছসহ নায়েব আলী ওরফে গেদা(৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। 

  গত ৩০শে এপ্রিল রাতে থানা পুলিশ বড় চর বেনীনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী নায়েব আলী ওরফে গেদা বড় চর বেনীনগর গ্রামের মৃত বালাজ উদ্দিন শেখে ছেলে। 

  এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, জমিতে গাঁজার চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় ৬ কেজি গাঁজার গাছ উদ্ধারসহ নায়েব আলী ওরফে গেদাকে গ্রেফতার করা হয়। জব্দ করা মাদকের বাজার মূল্য প্রায় ৪২ হাজার টাকা। এছাড়াও তার কাছে খবরে কাগজে মোড়ানো ২ পুরিয়া গাঁজা, যার ওজন ১০ গ্রাম পাওয়া যায়। তার মূল্য ২০০ টাকা। 

  এই বিষয়ে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/১৮(ক)/৪১ ধারায় রাজবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। 

  ওসি স্বপন কুমার মজুমদার আরো বলেন, গ্রেফতারকৃত নায়েব আলী ওরফে গেদার বিরুদ্ধে ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ