ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
  • পুলিশ সুপারের বাণী
  • ২০২১-০৫-১১ ১৪:১৬:৫৪

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানীর তাগিদ”

পবিত্র মাহে রমজানের একমাস কঠোর আত্মশুদ্ধির সাধনার পর আসে সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আজ রাজবাড়ী তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে  ঘরে ঈদ আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে। এ দিনে হিংসা, হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু প্রাণঘাতি করোনাকালে ঈদ উদযাপন ভিন্নভাবে করতে হচ্ছে। পবিত্র রমজান শেষে ঈদের জামাত ও ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে দিনটি সুদীর্ঘ কাল ধরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসলেও আজ সারাবিশ^ করোনায় আক্রান্ত হওয়ায় এবার ঈদ উদযাপন হবে এককভাবে ঘরোয়া পরিবেশে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক উন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদ এর জামাত পরিহারের নির্দেশনা রয়েছে। মুসল্লীদের জীবনের ঝুঁকি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেশের বিভিন্ন জায়গা হতে আপনার এলাকায় আগত ব্যক্তি সম্পর্কে সচেতন হোন এবং তাদের ঘরে রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করুন। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়- মহান স্রষ্টার নিকট এই হোক আমাদের সম্মিলিত কামনা- ঈদ মোবারক। 

 

এম এম শাকিলুজ্জামান

পুলিশ সুপার, রাজবাড়ী।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
গণহত্যা দিবস উপলক্ষে পুলিশ সুপারের বাণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ