ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ীতে এক ডজন মামলায় আসামী পিয়ারুল অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১৬ ১৫:৩৫:২৩
রাজবাড়ী থানা পুলিশ গত ১৫ই মে বিকালে গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যা-অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলার পলাতক আসামী পিয়ারুল সরদারকে অস্ত্র ও হোরোইনসহ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে হত্যা-অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলার পলাতক আসামী পিয়ারুল সরদার (২৬) কে অস্ত্র ও হোরোইনসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। 

  গত ১৫ই মে বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হুারুন সরদারের ছেলে। 

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সদর উপজেলার গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২টি মামলার পলাতক আসামী পিয়ারুলকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১১০ পুড়িয়া হেরোইন। এরপর রাতে তার দেওয়া তথ্য মতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া নতুন ব্রীজ এলাকায় হাকিম শেখের বাঁশ ঝোড়ের গোড়া থেকে ১টি ওয়ান শুটারগান  এবং ১টি কার্তুজ উদ্ধার করা হয়। 

  এ বিষয়ে পিয়ারুলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা করা হয়েছে বলে তিনি জানান। 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
সর্বশেষ সংবাদ