ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে করোনা প্রতিরোধে গঠিত ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-২৯ ১৪:৫৭:৩৭

রাজবাড়ীতে কোভিড-১৯ প্রতিরোধে গঠিত ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৯শে জুন সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

  প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক বিশ্বাস।

  সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নূরুন্নাহার কনা, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও খানখানাপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম লাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শওকত হাসান। 

  প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসনগণ করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের ভূমিকা, জনসাধারণের মাস্ক বিহীন চলাফেরা রোধ করা, উপসর্গ দেখা যাচ্ছে এমন ব্যক্তিকে দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা করা, করোনা আক্রান্ত ব্যক্তির হোম আইসোলেশন নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার করা, দ্রুত হাসপাতালে প্রেরণ করার উপর বিস্তারিতভাবে আলোচনা করেন। সভায় বলা হয়, যদি কোনও ব্যক্তি স্বেচ্ছাসেবকদের পরামর্শ না শুনে তাদের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানা পুলিশে জানাতে বলা হয়।

  উল্লেখ্য, রাজবাড়ী জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোছাঃ আছিয়া খাতুন ও জেলা প্রশাসক দিলসাদ বেগম কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল গঠন এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের যাবতীয় দিক নির্দেশনা প্রদান করায় রাজবাড়ী সদর উপজেলায় গতকাল ২৯শে জুন স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ