রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকার গোলাম মোস্তফার বাড়ির সামনে গত ২রা জুলাই রাতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতাকে ডিবি’র একটি দল গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলার বহপুর গ্রামের গোলাম মোস্তফা ওরফে লালের ছেলে হান্নান বিশ্বাস(৩৫) ও হান্নানের বাড়ির ভাড়াটিয়া ও ফরিদপুর জেলার মধুখালী থানার পূর্ব গাড়াখোলা গ্রামের নবীন শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৩৭)।
রাজবাড়ী ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিলন চন্দ্র বর্মন ও মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকার গোলাম মোস্তফার বাড়ির সামনে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও তিনি আরো বলেন, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ৬টি ও সেলিমের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে