ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে মহাসড়কে লকডাউন বাস্তবায়নে তৎপর হাইওয়ে পুলিশ
  • আশিকুর রহমান
  • ২০২১-০৭-১০ ১৫:০২:০৬

কঠোর লকডাউন বাস্তবায়নে রাজবাড়ীতে জাতীয় মহাসড়কে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। 

  গতকাল ১০ই জুলাই সকালে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদরের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন ছাড়া সড়কে আসা যানবাহনকে আইনের আওতায় আনেন আহলাদিপুর হাইওয়ে থানা ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ। 

  এ চেকপোস্টে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের ফরিদপুর হাইওয়ে সার্কেলের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। 

  এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) নারায়ণ চন্দ্র দেব, সার্জেন্ট জয়ন্ত কুমার সরকার, করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সার্জেন্ট গৌরব রায়সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের ফরিদপুর হাইওয়ে সার্কেলের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, করোনাকালীন বাস্তবতায় জনসাধারণকে গণপরিবহনে চলাচলে নিরুৎসাহিত করা এবং জীবন রক্ষার্থে জনগনকে ঘরমুখী রাখার জন্য সরকারী সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। ফরিদপুর হাইওয়ে সার্কেলের অন্তর্ভূক্ত ৮টি ইউনিটের ১০টি চেকপোস্ট সক্রিয় অবস্থানে রয়েছে। 

  তিনি জানান, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ হামিদুল আলমের সার্বিক নির্দেশনায় তাদের কার্যক্রম চলমান থাকবে।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
সর্বশেষ সংবাদ