ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
পাংশায় ঈদ পরবর্তী বিধি-নিষেধ ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৭-২৫ ১৫:৪৬:০৬
পাংশায় ঈদ পরবর্তী বিধি নিষেধের তৃতীয় দিনে গতকাল রবিবার বিকেলে ইউএনও মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচলিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ঈদ পরবর্তী সরকারী বিধি-নিষেধের তৃতীয় দিন গতকাল ২৫শে জুলাই ১৩জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  সরকারী বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাদের জরিমানা করা হয়।

  জানা যায়, গতকাল রবিবার বিকেল ৩টার পর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাংশা পৌর কাঁচা বাজার, পান বাজার ও পাংশা পুরাতন বাজারসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারী বিধি নিষেধ অমান্য করায় ১৩ জনকে ২হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ সেনা বাহিনীর একটিদল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

  ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাবৃন্দ করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে লোকজনের সতর্ক করেন। বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ