ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৩ ১৩:০৯:৩৩
রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ১২ই আগস্ট সদর উপজেলার ফেলুর দোকান এলাকায় নওশন আলীর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ১২ই আগস্ট সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ফেলুর দোকান এলাকায় নওশন আলীর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো ঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে রাজীব(৩৮), মিয়ার বেলগাছি গ্রামের আক্কা আলীর ছেলে ইলিয়াস হোসেন(৩৩)। 

  রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদর উপজেলার ফেলুর দোকান এলাকায় নওশন আলীর ফার্নিচারের দোকানের সামনে মাদক বিক্রির জন্য কয়েকজন অবস্থান করছে। এর প্রেক্ষিতে ডিবির এসআই নিজাম উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর মাতুব্বর এর নেতৃত্বে অভিযান এএসআই মেহেদী হাসান অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ