ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে বধির উন্নয়ন সংস্থার র‌্যালী-মানববন্ধন ও আলোচনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৩:১৬

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ (২০-২৬শে সেপ্টেম্বর) উপলক্ষে রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আয়োজনে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

   গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রথমে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণের পর রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। এরপর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের আজীবন সদস্য ও রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বি.এম নাজমুল হুদা, আজীবন সদস্য আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বধিরদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবী জানান। সংগঠনের সদস্য বধিরগণ র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ