ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১১-১১ ১৪:১৫:৩৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
   এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল ১১ই নভেম্বর বিকালে প্রথমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও যুবলীগের পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ, সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ