আজ ১৩ই নভেম্বর কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীরের সমাধীতে বাংলা একাডেমী, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করবে।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বরত বাংলা একাডেমীর কর্মকর্তা শেখ ফয়সাল আমীন জানান, মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমীর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় তার সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমীর সচিব এ.এইচ.এম লোকমান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক অধ্যাপক মাসুদুজ্জামান এবং অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান। এছাড়াও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অমর সাহিত্যিক মীর মশাররফ ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ার মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছা। ১৯১১ সালে ১৯শে ডিসেম্বর বালিয়াকান্দির পদমদীতে মত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়।