ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
লোকোশেড বধ্যভূমিতে শিল্পকলার নাটক ‘হাড়’ এর মঞ্চায়ন হবে ১৪ই ডিসেম্বর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১২ ১৩:২৫:৫২

পুনঃনির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৪ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রাজবাড়ীর লোকোশেড বধ্যভূমিতে শিল্পকলা একাডেমীর নাটক ‘হাড়’ এর মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। 

   মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গণহত্যার পরিবেশ থিয়েটার এর ‘হাড়’ মঞ্চস্থ হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বধ্যভূমিতে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ড. তানভীর আহমেদ সিডনীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। লোকোশেড বধ্যভূমিতে পাকিস্তানী বাহিনী ও অবাঙালী বিহারীদের সংঘটিত হত্যাকান্ডের ঘটনাকে উপজীব্য করে নাটকটির মঞ্চায়ন হবে। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে নাটক মঞ্চায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। 

এবার নীরবেই শেষ হবে বিষাদ সিন্ধুর রচয়িতার জন্ম বার্ষিকী
তিন গ্রন্থকারের ৫টি বইয়ের মোড়ক উন্মোচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
রাজবাড়ীতে “তবুও জীবন অগাধ” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ
সর্বশেষ সংবাদ