বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরে বাংলা নগর থানার ত্রি-বার্ষিক সম্মেলন এবং অভিষেক গত ১১ই ডিসেম্বর বিকালে রাজধানী ঢাকার খামার বাড়ি অবস্থিত আ কা মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, ঢাকা মহানগর উত্তর-এর ভারপ্রাপ্ত সভাপতি অতুল মন্ডল ও ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক অসীম কুমার রায় শিশির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন সরকার ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ অসিত মজুমদার।
উক্ত সম্মেলনে তপন সরকারকে সভাপতি এবং ডাঃ অসিত মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরে বাংলা নগর থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।