ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
মহান বিজয় দিবসকে সামনে রেখে ফেরীওয়ালাদের পতাকা বিক্রি
  • হেলাল মাহমুদ
  • ২০২১-১২-১৪ ১৩:৪৮:০০
মহান বিজয় দিবসকে সামনে রেখে গতকাল ১৪ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় আবুল হোসেন নামে একজন ফেরীওয়ালাকে প্রধান সড়কসহ অলি-গলিতে জাতীয় পতাকা বিক্রি করতে দেখা যায় -মাতৃকণ্ঠ।

মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজবাড়ী শহরের প্রধান সড়কসহ অলি-গলিতে জাতীয় পতাকা বিক্রি করছে মৌসুমী ফেরীওয়ালারা। 

   কাগজের তৈরী ছোট পতাকাগুলো ১০ টাকা করে বিক্রি করলেও কাপড়ের তৈরী ৫ ফুট দৈর্ঘ্যরে পতাকা ২০০ টাকা ও ৬ ফুট দৈর্ঘ্যরে পতাকাগুলো ২৫০ টাকা করে বিক্রি করছে তারা। 

   গতকাল ১৪ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় আবুল হোসেন নামে একজন ফেরীওয়ালাকে দেখা যায় বিভিন্ন জনের কাছে পতাকা বিক্রি করতে। তিনি বলেন, বিজয়ের মাসের শুরু থেকে সারা মাস জুড়েই পতাকা বিক্রি হয়ে থাকে। তবে মহান বিজয় দিবসের আগে বিক্রি বেশী হয়। কিন্তু এ বছর তেমন একটা বিক্রি হচ্ছে না। কারণ অনেক মৌসুমী ফেরীওয়ালা আমাদের দেখাদেখি পতাকা বিক্রির ব্যবসা শুরু করেছে। 

   রাজীব মন্ডল নামে একজন ক্রেতা বলেন, বাচ্চাদের জন্য কাগজের ছোট কয়েকটা পতাকা কিনেছি। বাচ্চারা এগুলো পেলে খুশি হবে। 

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় চেয়াম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী  এস.এম নওয়াব আলীর পথসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ