বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইন(অনলাইন) গ্রুপের উদ্যোগে ভিক্ষুক ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। গতকাল ২০শে ডিসেম্বর সকালে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে এই লেপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কল্লোল কুমার বসু, শিক্ষক মনির আজম মুন্নু, হেল্পলাইনের অ্যাডমিন আকরাম হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন ।