মুজিববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গুলশা, পাবদা ও টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে ডিসেম্বর দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের প্রশিক্ষণ কক্ষে ২০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) আব্দুল মান্নাফ, ক্ষেত্র সহকারী রাউফুর মোরসালিন ও ইতি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।