ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য খৈয়াম করোনায় আক্রান্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-১৮ ১৪:৪৯:৩৫
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক পৌরসভা মেয়র জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম করোনায় আক্রান্ত হয়েছেন। 
  গতকাল ১৮ই জুলাই এ তথ্য জানিয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ঢাকার ইউনাইটেড হাসপাতালে নমুনা জমা দেয়ার পর রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। 
  এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে তার শরীরে হালকা জ্বর রয়েছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা চলছে। করোনামুক্ত হতে সবার কাছে দোয়া কামনা করছি।

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সুফল মাহমুদ
করোনা রোগীর সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও  প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন এমপি রুমা চৌধুরী
রাজবাড়ীতে করোনা রোগীর চিকিৎসায় হাসপাতালের জনবল সংকট সমাধান করলেন কাজী ইরাদত আলী
সর্বশেষ সংবাদ