ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
আগ্রহ হারাচ্ছে কৃষক॥রাজবাড়ী জেলায় গম চাষ কমেছে অনেক
  • মিঠুন গোস্বামী
  • ২০২২-০২-০৯ ১৩:১২:৩৬
উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়ায় দিন দিন গম চাষে আগ্রহ হারাচ্ছে রাজবাড়ী জেলার কৃষকরা -মাতৃকণ্ঠ।

দিন দিন গম চাষে আগ্রহ হারাচ্ছে রাজবাড়ী জেলার কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়াই এর কারণ বলে গম চাষীরা জানিয়েছে। 

  জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর রাজবাড়ী জেলায় ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম চাষ হলেও এবার সেটা নেমে এসেছে ৮ হাজার ৯৩০ হেক্টরে। রাজবাড়ী সদর উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৪০০ হেক্টর কম। 

  বালিয়াকান্দি উপজেলাতে আবাদ হয়েছে ২হাজার ১৫০ হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে ৪০০ হেক্টর কম। পাংশা উপজেলায় এ বছর ১৫০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ১ হাজার ১৮০ হেক্টর কম। কালুখালী উপজেলাতে এ বছর ১২৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫৭০ হেক্টর কম। তবে গোয়ালন্দ উপজেলার চিত্র ভিন্ন। এ বছর সেখানে ১ হাজার ১৮০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ২৩০ হেক্টর বেশী। 

  রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম শহীদ নূর আকবর জানান, গম চাষের উপযোগী জমিতে উচ্চ মূল্যের সবজি চাষ হওয়ায় গম চাষ কমে যাওয়ার একটি কারণ। গম চাষে কৃষকদের আগ্রহ কমে যাওয়ায় বিভিন্ন জায়গায় প্রদর্শনী প্লট করে কিছু কিছু চাষীদের বিনামূল্যে গমের বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষকদের গম চাষের উপর প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ