ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-১৯ ১৪:১১:০১

ব্রেইন স্ট্রোক করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দের এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফকীর আব্দুল কাদেরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৯শে ফেব্রুয়ারী দুপুরে (বাদ জোহর) গোয়ালন্দ বাজার বড় মসজিদ ও গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলে পৃথকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উভয় দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। 
  গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জালাল উদ্দিন ফকীর, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক গোলাপ আলী শেখ, ৩নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ ফকীর, গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জোনা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌরসভার বাজার পরিদর্শক ইউনুস হোসেন বিপ্লব, আইডিয়াল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাধন কুমার সাহা, এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামসহ ফকীর আব্দুল কাদেরের প্রতিষ্ঠিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  
  উল্লেখ্য, গত ১৮ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কাজী ইরাদত আলীকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ