ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
বালিয়াকান্দি কলেজের নতুন ভবনের জায়গা নির্ধারণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-২০ ১৫:১৪:১২
বালিয়াকান্দি ডিগ্রী কলেজের নতুন ভবন নির্মাণে জায়গা গতকাল ২০শে জুলাই বেলা ১১টায় নির্ধারণ করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি একেএম হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা -মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ডিগ্রী কলেজের নতুন ভবনের জায়গা নির্ধারণ করা হয়েছে। 
  গতকাল ২০শে জুলাই বেলা ১১টায় কলেজের পশ্চিম পাশে নতুন ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী বাদশাহ আলমগীর ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
  কলেজ কর্তৃপক্ষ জানায়, ইতিপূর্বে কলেজটি সরকারীকরণের ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত কোন সরকারী সুযোগ-সুবিধা পাওয়া যায়নি। এমতাবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে শ্রেণী কক্ষের স্বল্পতা থাকায় উপজেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনটি নির্মাণ করা হবে।

গোয়ালন্দে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাইকারী ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
বালিয়াকান্দি উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ-মতবিনিময় সভা
গোয়ালন্দে সাংবাদিকদের সাথে উপজেলা  চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর মতবিনিময়
সর্বশেষ সংবাদ