রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ২৬শে ফেব্রুয়ারী ২দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী সকালে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দড়িলাফ, উচ্চলাফ, দীর্ঘ লাফ প্রভৃতি।