রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত ২৩শে মার্চ রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২জন এবং মাদক মামলার ওয়ারেন্টের পলাতক ১জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার মোসলেম শেখের ছেলে মহিউদ্দিন শেখ(২৭), উজানচর ইউনিয়নের দুদু খান পাড়ার শাহজাহান হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদার(৩৫) এবং বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের হরিদাস হালদারের ছেলে শ্যামল হালদার(৪৫)। তাদের মধ্যে মহিউদ্দিন শেখকে দৌলতদিয়ার মনোরমা সিনেমা হলের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ এবং শ্যামল হালদারকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, মাদক মামলার ওয়ারেন্টের আসামী উজ্জ্বল হাওলাদারকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ২৪শে মার্চ আদালতে সোপর্দ করা হয়।