ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
পাংশায় নিবন্ধিত জেলেদের মধ্যে গরু ও চাল বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-২৪ ১৪:১৪:৫৩
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৪শে মার্চ পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলেদের মধ্যে গরু ও মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলেদের মধ্যে গরু ও মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। 

  গতকাল ২৪শে মার্চ দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে প্রথমে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের ১০ জন জেলের মধ্যে ১০টি গরু বিতরণ করা হয়। পরে একই স্থানে জাটকা আহরণ নিষিদ্ধকালীন ২ মাসের জন্য হাবাসপুর ইউনিয়নের ১৮১ জন নিবন্ধিত জেলের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জেলেদের মধ্যে গরু ও চাল বিতরণ করেন। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ