ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ২টি কাঠের ব্রীজ দীর্ঘদিন ধরে নষ্ট॥যাত্রীদের দুর্ভোগ চরমে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-০৫ ১৫:০৮:২৬

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাওয়া-আসার ২টি কাঠের ব্রীজ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এতে লঞ্চ যাত্রীদের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন ঈদ-উল ফিতরের সময় এই দুর্ভোগ আরও বাড়বে।  

  জানা গেছে, গুরুত্বপূর্ণ এই নৌরুট (দৌলতদিয়া-পাটুরিয়া) দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার লঞ্চ যাত্রী নদী পারাপার হয়ে থাকে। গত বর্ষা মৌসুমে দৌলতদিয়া লঞ্চ ঘাটের প্রায় অর্ধেক অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। এ সময় লঞ্চ ঘাটে যাওয়া-আসার কাঠের ব্রীজ ২টি বিকল হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বালু ভর্তি জিও ব্যাগ ফেলে লঞ্চ ঘাটটি সচল রাখলেও কাঠের ব্রীজ ২টি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। অথচ এই লঞ্চ ঘাট ইজারা দিয়ে সরকার প্রতি বছর প্রায় ২ কোটি টাকা রাজস্ব আয় করে। 

  লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, গত বর্ষা মৌসুমে লঞ্চ ঘাটের কিছু অংশ ভেঙ্গে গিয়ে কাঠের ব্রীজ ২টি বিকল হয়ে যায়। তারপর থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ভোগ পোহাচ্ছে। ঢালু এবড়ো-থেবড়ো পথে চলার সময় যাত্রীদের অনেকেই পড়ে যায়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কেন ব্রীজ ২টি সংস্কার করছে না তা বোধগম্য নয়। এভাবে চলতে থাকলে আসন্ন ঈদের সময় লঞ্চ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। 

  পাটুরিয়া-আরিচা নদী বন্দরের কর্মকর্তা শাহ আলম বলেন, কাঠের ব্রীজ ২টি বিকল থাকায় দৌলতদিয়া লঞ্চ ঘাটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সেগুলো সংস্কার করার জন্য বিআইডব্লিউটিএ’র ইঞ্জিনিয়ারিং বিভাগে চিঠি দেওয়া হয়েছে। 

  দৌলতদিয়া লঞ্চ ঘাট ইজারাদার বদিরুজ্জামান টোকন বলেন, অনেক টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি। কিন্তু লঞ্চ ঘাটের রাস্তা খুবই খারাপ থাকায় যাত্রী কমে গেছে। লঞ্চের অনেক যাত্রী ফেরীতে নদী পার হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদেরকে লোকসান গুনতে হবে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ