ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আইসক্রিম ফ্যাক্টরী ও বেকারীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-২৩ ১৪:৩৮:৫৫

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২৩শে এপ্রিল সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ মোড় এলাকার জমজম সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে ৫ হাজার হাজার টাকা ও শ্রীপুর এলাকার কাদেরীয়া বেকারীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ যথাযথভাবে বেচাকেনা করার জন্য ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানান। জেলা স্যানিটারী ইন্সপেক্টর, খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ