ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
বানরের জন্য নেই ত্রাণ, ওদের কান্না থামাবে কে?
  • দৈনিক মার্তৃকন্ঠ ডেস্ক :
  • ২০২০-০৫-০৫ ২১:০৩:৫৯

গাজীপুরে ব্যবসা-বাণিজ্যের জন্য অন্যতম প্রসিদ্ধ এলাকা শ্রীপুরের বরমী। কথিত আছে, শীতলক্ষ্যার তীরবর্তী এ বাজারে নিয়মিত অবাধ বিচরণ ছিল বার্মার ব্যবসায়ীদের। তাদের মাধ্যমে প্রায় দুই শতাব্দি আগে এ বাজারে মানুষের সাথে সাথে আস্তানা গড়ে তোলে বন্যপ্রাণি বানর। দীর্ঘদিন ধরে বাজারের দোকান থেকে তাদের খাবারের সংস্থান হয়ে আসছে।

সম্প্রতি করোনাভাইরাস রোধে লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে প্রায় সহস্রাধিক বানর। খাবারের অভাবে অভুক্ত বানরের কান্না যেন বাড়ছেই। করোনাভাইরাস আতঙ্কে শূন্য বাজারে কাউকে এগিয়ে আসতে দেখলেই খাবারের আশায় ক্ষুধার্ত বানরগুলো নির্বাক চোখে তাকিয়ে থাকে।

 

নিউইয়র্কে রাজবাড়ীর কৃতি সন্তান আব্দুস সালাম সিনেটেরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত
যেভাবে কাঁটা গলিয়ে ইলিশ রাঁধবেন
বানরের জন্য নেই ত্রাণ, ওদের কান্না থামাবে কে?
সর্বশেষ সংবাদ