রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের পাট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের ‘ফাইভ স্টার’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল ২৭শে জুলাই সকালে ২০২০-২০২১ অর্থ বছরের পাট ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় কুষ্টিয়া, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন জুট মিলের প্রতিনিধিসহ রতনদিয়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই গদি ঘরে ২৫শত টাকা মণ দরে পাট ক্রয় করা হবে।