ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
করোনার ঝুঁকি উপেক্ষা করে মাঠে নিয়োজিত রয়েছে সেনা সদস্যরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২৭ ১৫:০৬:৪২
করোনার ঝুঁকি উপেক্ষা করে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা -মাতৃকণ্ঠ।

করোনার ঝুঁকি উপেক্ষা করে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এছাড়াও তাদের করোনাকালীন বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। 
  এরই ধারাবাহিকতায় গতকাল ২৭শে জুলাইও তারা যশোর অঞ্চলের জেলাগুলোর দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এর পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, গণপরিবহন চলাচল মনিটরিং, মার্কেট/শপিংমল ও কোরবানীর পশুর হাটে অতিরিক্ত জনসমাগম এড়ানোর নজরদারী এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টে বেড়ী বাঁধ মেরামত দ্রুত গতিতে এগিয়ে নেয়া, দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ