ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-১৪ ২৩:৩১:৫০
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই জুন কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

আগামী ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই জুন বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  সভায় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। বিশ্বব্যাংক দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে পদ্মা সেতুর অর্থায়ন করা থেকে সরে গিয়েছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আগামী ২৫শে জুন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এটাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামী ১৯শে জুন আমি জাতীয় সংসদে বক্তব্য দিবো। সেখানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। 
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আগামী ২৫শে জুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে বড় পর্দায় সরাসরি প্রচার করা হবে। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন গুজব না ছড়াতে পারে সেদিকে নজর রাখতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ৯ মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলাম। তেমনই নিজেদের অর্থয়ানে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিলাম।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ