রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং চোর চক্রের ৬জন সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার পাকুরিকান্দা গ্রামের আলম খাঁর ছেলে আঃ রহিম খাঁ(১৯), শহিদ মোল্লার ছেলে রায়হান মোল্লা(১৯), ইয়াকুব খানের ছেলে মিঠু খান(৪০) ও শাজাহান মোল্লার ছেলে মাসুদ মোল্লা(২৩), রামচন্দ্রপুর গ্রামের মৃত আহম্মেদ আলী মোল্লার ছেলে চুন্নু মোল্লা(৪২) এবং চর বারকিপাড়া গ্রামের রহমান শেখের ছেলে রাব্বি শেখ(২৩)।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন জানান, গত ১৪ই জুন প্রথমে ১টি চোরাই মোটর সাইকেলসহ আঃ রহিম খাঁকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং অপর ৫ জনকে গ্রেফতার করা হয়। গতকাল ১৫ই জুন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।