ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
ঢাকায় গ্লোবাল টেলিভিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৬ ১৫:০২:৩২
ঢাকায় গ্লোবাল টেলিভিশনের অফিসে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গতকাল ১৬ই জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ঢাকায় গ্লোবাল টেলিভিশনের অফিসে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১৬ই জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রবিউল খন্দকার মজনু, একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি নিউজ টিভির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ ঢাকায় গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। 
  উল্লেখ্য, গত ১৪ই জুন সকালে রাজধানী ঢাকার তেজগাঁওতে অবস্থিত গ্লোবাল টেলিভিশনের অফিসে হামলার ঘটনা ঘটে। 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ